[You need Bangla font to read the following text. http://www.omicronlab.com ]
হমম্, অনেক ভেবে-টেবে ঠিক করলাম; একদিন বাংলায় লিখলে কেমন হয়! এমন না যে, আমার এই ব্লগ পড়ে পড়ে কেউ কোনো মুভী judge করছে :p সুতরাং বাংলা হলেই বা কি, আর ঊর্দু হলেই বা কি আসে যায়। এত ভাষা রেখে ঊর্দুর কথা মুখে আনাতে আবার একদল দেশপ্রেমিক চটে যেতে পারেন। ঝামেলায় গিয়ে কাজ নেই। দেশপ্রেমিকদের মত করেই বলি, “বাংলায় হলেই কি! আর আরবীতে হলেই কি আসে যায়!!”
You, Me and Dupree দেখার আমার আদৌ তেমন কোনো ইচ্ছা ছিল না। Trailer থেকেই কাহিনীটা আন্দাজ করতে পারছিলাম। Blockbuster’এ গিয়ে, আর কোনো পচ্ছন্দমত কিছু না পেয়ে ভাবলাম এটাই নিয়ে আসি। সবচেয়ে অবাক করা ব্যাপার হচ্ছে, মুভীটা ততো খারাপ লাগেনি যতটা ভেবেছিলাম। Owen Wilson’কে (Dupree) আমার কখনই তেমন ভালো লাগতো না, রিতীমত অসহ্য লাগতো বলা যায়। এই মুভীতে কেন জানিনা অতটা অসহ্য লাগেনি। শুনেছি বয়সের সাথে সাথে নাকি মানুষের সহ্য করার ক্ষমতা বেড়ে যায়। আমারও মনে হয় বেশ তোড়-জোড় করে বয়স বাড়ছে :p যাই হোক, মুভীর গল্প হচ্ছে এরকমঃ Dupree ছন্নছাড়া ধরনের মানুষ, কোনকিছুতেই তার কিছু এসে যায় না। গল্পের শুরু হয় Carl (Dupree’র best friend) আর Molly’র বিয়ের ঘটনা দিয়ে। Carl’এর বিয়েতে best man হবার জন্য Dupree তার চাকরী ছেড়ে দিয়ে চলে আসে। চাকরী চলে যাবার কারনে Dupree’কে তার apartment’ও ছাড়তে হয়। Dupree’র এ সবে কোনোই খেয়াল নেই। সে তার মত bar’এর বেঞ্চেই শুয়ে দিন কাটিয়ে দিতে পেরেই সুখী। হানিমুন থেকে ফিরে এসে Carl এই খবর জানতে পেরে Dupree’কে কিছুদিনের জন্ন তাদের সাথে রাখতে নিয়ে আসে। Dupree তার তল্পি-তল্পা নিয়ে উঠে আসে Carl’এর বাড়ীতে। বোঝাই যাচ্ছে এখান থেকেই সব ঝামেলার শুরু। Dupree নানান রকম পাগলামো ছাগলামো শুরু করে, নানান রকম সমস্যা হতে থাকে। এক পর্যায়ে Carl আর Molly আলাদা হয়ে যায়। যাই হোক, হিন্দি মুভীর মত গল্পের শেষ অংশে গিয়ে সবকিছু ঠিক হয়ে যায় (অবশ্যই Dupree’র সাহায্যে) এবং সবাই সুখে দিন কাটাতে থাকে। এর থেকে বেশি বিস্তারিত বলার প্রয়োজন দেখছি না। এরকম কাহিনী নিয়ে অনেক Hollywood মুভী আছে – প্রথমে সুখময় সাভাবিক সবকিছু, তারপর উথাল-পাথাল সমস্যা, সবার শেষে অনাবিল প্রশান্তি :p Miichael Douglas’কে (Molly’র বাবা) দেখেলেই আমার গা-জালা করে। এই মুভীতেও করেছে। আর পুরো মুভীতে জানিনা কেন Dupree’র girlfriend Mandy’কে দেখানো হল না (হাত, পা ছাড়া)। You, Me and Dupree এমন কোনো আহামরি হাসির মুভী না। অন্যসময় হলে আমার এই মুভী দেখে হয়ত মেজাজ খারাপই হত! হয়তবা আমার মেজাজ এতটাই ভালো ছিলো যে মেজাজ খারাপ হবার পরও কিছুটা মেজাজ ভালো থাকা রয়েই গেছে। LOL “এতদিন পর বাংলায় লিখতে গিয়ে আমার খবর হয়ে গেছে” – এটা বলে অজস্র বানান ভুলের দোষটা চাপা দেবার ব্যার্থ চেষ্টাটা আর করলাম না।