বেয়াড়া বাঙালি

March 22, 2011

অনেক অনেক অনেক দিন পর ব্লগএ লিখতে বসেছি. এইবার ঠিক করেছি বাংলায় লিখব. বাংলার উপরে ভাষা আছে নাকি দুনিয়ায়! বেহেশতের ভাষা পর্যন্ত হবে বাংলা! আরব দেশের মানুষের দের কে কষ্ট করে করে বাংলায় কথা বলতে হবে হুরপরীদের মন পাবার জন্য!

ফেব্রুয়ারী মাস চলে যাবার অনেকদিন পরও এই রকম ভাষাপ্রেম জাগ্রত হবার প্রধান কারণ gmail. আজকে gmail-এ লগিন করে দেখি কি সুন্দর বাংলা টাইপ করা যায়! তাই নাচতে নাচতে চলে আসলাম ব্লগএ লিখতে :)

আভ্র  install করে আবার টাইপ করছি। বাহ! ভালইত লাগছে। রাজা রাজা লাগছে নিজেকে। মনে হচ্ছে পুরো মনিটর এ চেটে চেটে বাংলা লাগিয়ে দেই। আমি অভ্র বানান ভুল লিখেছি, আমি অভ্র বানান ভুল লিখেছি … ইয়ে-এএএএএএএএএএ…


Design a site like this with WordPress.com
Get started